শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৫ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এর ৭১তমজন্মবার্ষিকী উদযাপন

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৫ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন।

প্রতি বছর ১১ ফেব্রুয়ারি অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ‘বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এর জন্মদিন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে’ উদযাপন করা হয়। যথারীতি এবারও গত ০৯ ফেব্রুয়ারি ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে প্রিয় প্রতিষ্ঠাতার প্রায় একশত রকমারি পোট্রেট নিয়ে চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। পরদিন ১০ ফেব্রুয়ারি সকালে ইমামুল কবীর শান্ত স্মৃতি মিউজিয়াম পরিদর্শন ও বিকেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত বৃদ্ধাবাসন উদ্বোধন করা হয়। এবং তৃতীয় দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সকালে বনানী কবরস্থানে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অতপর মরহুমের প্রিয় প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়রা অবমুক্ত, জন্মদিনের কেক কাটা ও প্রিয় প্রতিষ্ঠাতার স্বরণে স্মৃতিচারণমূলক আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।

ফিতা কেটে উল্লেখিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনায় অংশ নেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ারের চেয়ারম্যান ডা. আহসানুল কবির ও, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম, শান্ত নিবাসের প্রজেক্ট ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসির উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার ও রিসার্চ সেন্টারের অধ্যাপক ড. এম এ রশিদ ও বরেণ্য সাহিত্যিক প্রফেসর সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ট্রেজারার, ডীন, রেজিষ্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং মসজিদ ও মাদ্রাসায় পবিত্র কুরআন খতম করে দোয়া পরিচালনা ও বিভিন্ন দৈনিকে শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করা হয়।

News & Events