২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালায় বিশেষ কিউরেটেড গ্যালারিতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থাপনা শিল্পের শিরোনাম ‘প্রকৃতি ও পরিবেশের সুরক্ষাব্রত’।

নদী ও পরিবেশের যাবতীয় অমঙ্গল থেকে মানুষের প্রয়োজনে প্রকৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা ও ভালোবাসায় সঞ্চিত এই স্থাপনা শিল্পকর্ম।

আমরা নদ-নদী , পরিবেশ ও মহিমাময় জনপদের মঙ্গল কামনা করি। আমরা আমাদের সৌন্দর্যময় প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে চাই। যেন আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সভ্যতা টিকে থাকে। আমরা বাস যোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি এবং পরিবেশের ভারসাম্য ধ্বংসের প্রতিবাদ জানাচ্ছি- ‘প্রকৃতি ও পরিবেশের সুরক্ষাব্রত’ স্থাপনা শিল্পের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ ফেলে দেয়া বস্তু দিয়ে নদী ও ভূমি রক্ষার অতীতের সূত্র থেকে বর্তমানের চেহারা তুলে ধরার প্রয়াস নিয়েছেন। এই আয়োজন কেবলি নদ-নদী ও ভূমিকে রক্ষার ও বর্তমানের সচেতন মানুষের বিবেকের কাছে মঙ্গল বার্তা পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ মাত্র। আমরা ভবিষ্যৎ পৃথিবীর জন্য ভূমি ও নদীর স্বাভাবিক প্রাকৃতিকতাকে বাঁচিয়ে রাখতে চাই।

নদী রক্ষার ব্রতকে কেন্দ্র করে উক্ত স্থাপনা শিল্পের সাথে সমন্বয় করে একটি পারফরমেন্স আর্টও পরিবেশিত হয়েছে ; যা শিল্প রসিকদের কাছে বেশ সমাদৃত হয়েছে এবং এবং দর্শকদেকে মুগ্ধ করেছে।

যারা প্রকৃত অর্থে শিল্প- সংস্কৃতিকে ভালোবাসেন তারা সুযোগ করে প্রদর্শনটি দেখে আসতে পারেন ।

আশা করি ভালো লাগবে ।

———————————————————–

স্থাপনা শিল্পটির কিউরেটর:

মোঃ আমান উল্লাহ

সহকারী অধ্যাপক

চারুকলা বিভাগ

শান্ত- মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ

টেকনোলজি।

10-100% scholarship

50% waiver in ADMISSION fee

CAMPUS & CONTACT

Plot# 06, Avenue# 06,
Sector# 17/H-1,Uttara, Dhaka-1230
Hot Line: 09638 177177, 01969904000
Email: [email protected]
Office Time: 8:30 AM to 5:30 PM

© All rights reserved 2023

Developed by Arifur Rahaman

Asst. Developer Hasan

Asst. Designer Riaz

Asst. Developer & Design by Mahadi Masud