শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে জুম ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে গতকাল শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, সন্ধ্যা ৭ টায় বিভাগের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে “অ্যালামনাই রিইউনিয়ন-২০২১” শীর্ষক মিলনমেলার আয়োজন করে। সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট এ্যান্ড জেনারেল স্টাডিজ-এর সম্মানিত ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুল হালিম শেখ। পুরো প্রোগ্রামটি কো-অর্ডিনেট করেন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর তাজিয়া সুলতানা। প্রোগ্রামটির উপস্থাপনায় ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষক ড. খোন্দকার মুরশিদা ফারহানা। বিভাগের সম্মানিত শিক্ষক মো. মেহেদী হাসান ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন।
বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম হীরার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয়। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন সুরাইয়া মুমতাহানা, মোঃ ইউনুস, মোঃ শহিদুল ইসলাম, মোমেন মিয়া, মোঃ মিজান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, রেজওয়ানা রহমান বনানী, মাহফুজা আলমাজি, নারায়ণ ভট্টাচার্য, মাহমুদা আক্তার, লিন্টু চন্দ্র দে, অ্যান্থনি এস. সরকার, মিলন কুমার, হাসান মাহমুদ, পুলক চক্রবর্তী, আব্দুর রশীদ, জেসমিন ইসলাম ও নেলসন সুজন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান ও মারুফ ইসলাম। কবিতা আবৃত্তি করেন দিলশাদ আক্তার উর্মি। এ প্রোগ্রামকে উপলক্ষ করে বিভাগটি বিভাগের অ্যালামনাইদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নিয়েছে। নিম্নের লিঙ্কে যেয়ে অ্যালামনাইদের ফরমটি পূরণ করতে অনুরোধ করা হলোঃhttps://forms.gle/KEpiDuMd39A54qhs8