Television Production & Communication শীর্ষক ব্যবহারিক কর্মশালা

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Television Production & Communication’ শীর্ষক কোর্সের ব্যবহারিক কর্মশালা ০২ জুন ২০২২, বৃহ¯পতিবার বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের
অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য প্রদান করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডিজাইন ও টেকনোলোজি অনুষদের ডিন স্থপতি হোসনে আরা রহমান। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান শেখ শাহাবুদ্দিন আহমেদ। গণমাধ্যম গবেষক, শিক্ষক ও মিডিয়াকর্মী ড. ইসলাম শফিক-এই কর্মশালায় আহবায়ক ও মাস্টার ক্লাস পরিচালনা করেন। প্রযোজনাভিত্তিক দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর দুই পরিবেশ মিলিয়ে
সর্বমোট পাঁচটি টিভি প্রযোজনার শুটিং স¤পন্ন করে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী সেট, লাইট, শব্দগ্রহণ, মাইক্রোফোন পরিচিতি, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং পদ্ধতি, টকব্যাকের ব্যবহার, ক্যামেরা মুভমেন্ট, লাইভ স¤প্রচার, লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশল প্রভৃতি বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়। স্টুডিও সেটআপে মাল্টিক্যামেরা সুবিধা ব্যবহার করে গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ে ‘উরধষড়মঁব ড়হ উবংরমহ’ ও তরুণ প্রজন্মের ডিজাইন
ভাবনা শীর্ষক দুটি টকশোর রেকর্ডিং স¤পন্ন করা হয়। রবীন্দ্র সংগীতের বিশিষ্ট শিল্পী লিলি ইসলাম আউটডোর শুটিংয়ে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাঁর দুটি গানের শুটিং বেশ দক্ষতার সাথে স¤পন্ন করে। গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ৩৭
তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগ, উদ্যম, শেখার আগ্রহ ও নিরলস পরিশ্রমের ফসল এই কর্মশালা।

10-100% scholarship

50% waiver in ADMISSION fee

CAMPUS & CONTACT

Plot# 06, Avenue# 06,
Sector# 17/H-1,Uttara, Dhaka-1230
Hot Line: 09638 177177, 01969904000
Email: [email protected]
Office Time: 8:30 AM to 5:30 PM

© All rights reserved 2023

Developed by Arifur Rahaman

Asst. Developer Hasan

Asst. Designer Riaz

Asst. Developer & Design by Mahadi Masud