গত শনিবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর আলোচনা অনুষ্ঠানে প্রথম বক্তা প্রফেসর ড. মনোয়ার হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ তুলে ধরেন। আলোচনাপর্বে প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, পরিচালক আইকিউএসি বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। তিনি তার জন্মদিনে বঙ্গভবনে শিশুদের সাথে সময় কাটাতেন।
বরেণ্য চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী তার বক্তব্যে বঙ্গবন্ধুর সাথে তার স্মৃতিচারণ করেন। মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু (উপ-পরিচালক শান্ত-মারিয়াম ফাউন্ডেশন) বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছি এবং বঙ্গবন্ধুর দেশে জন্ম গ্রহণ করেছি বলে গর্ববোধ করি। বক্তব্য শেষে তিনি বঙ্গবন্ধুর ওপর স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালকের ভুমিকায় ছিলেন এ, কে, এম সিরাজুল ইসলাম (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক) ও ফিরোজ আহমেদ ইকবাল (পিআরও)। সবশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ ইসহাক (সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ)।