শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ শোভাযাত্রা অনুষ্ঠিত

আজ মধ্যাহ্নে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক শোভাযাত্রা’র আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ১২নং সেক্টরের ক্যাম্পাস-০৫ প্রাঙ্গন থেকে বেলা ১২ টায় এই শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার স্থপতি হোসনেয়ারা রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম মোস্তফা, জয়েন্ট প্রক্টর জহিরুল হক, সহযোগী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান এবং রক্ত দিতে প্রয়োজনীয় ওয়েভ অ্যাড্রেস, ফোন নং খচিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রাটি ৫নং ভবন থেকে যাত্রা শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় ৫নং ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রাটি চলাকালে ছাত্র-ছাত্রীরা ড্রেনে ও আবর্জনার স্তুপে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সমাপ্ত করে।

News & Events