শান্ত-মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৩৩তম ব্যাচের ছাত্রছাত্রীদের ‘ পোর্টফোলিও এবং এক্সিবিশন’ কোর্সের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় জীবনের ৪ বছরে বিভিন্ন সেমিষ্টারে বিভিন্ন কোর্সের বাছাইকৃত বিভিন্ন ধরনের সৃজনশীল,প্যাকেট ডিজাইন,পোস্টার ডিজাইন, পেপার এ্যাড ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন, থ্রিডি মডেলিং ২ডি এবং ৩ডি এনিমেশন, মোশন গ্রাফিক্সসহ আরো বিভিন্ন ধরনের সৃজনশীল ডিজাইন নিয়ে ক্রিয়েটিভ আর্ট গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছে । ৯ই সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর ৩দিন ব্যাপি এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বিখ্যাত প্রচ্ছদ শিল্পী সব্যসাচী হাজরা, সভাপতিত্ব করেন ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডিন স্থপতি হোসনে আরা রহমান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ শাহাবুদ্দিন আহমেদ, বিভাগের কোর্ডিনেটর সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সহ গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের সকল শিক্ষকবৃন্দ। সৃজনশীল বিভিন্ন ডিজাইন ভিত্তিক এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের মাঝে এক অন্যরকম উদ্দিপনা সৃষ্টি করেছে । নান্দনিক ক্রিয়েটিভ আর্ট গ্যালরিতে দর্শকরা ইচ্ছেমত ঘুরে ঘুরে প্রদর্শনী দেখছেন। গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগ সব সময় নতুন কিছু নিয়ে এবং প্রযুক্তিনির্ভর পড়াশুনার পাশাপাশী সময়ের সাথে তাল মিলিয়ে চলে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বিভিন্ন গঠনমূলক বক্তব্য ও পরামর্শ দেন ছাত্রছাত্রীদের যা তাদেরকে ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ১২তম সেমিস্টারের (৩৩তম ব্যাচ) মোট ২৭ জন ছাত্রছাত্রীর অংশগ্রণে ৩ জন কোর্স শিক্ষকের তত্বাবধানে এই আয়োজন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চলবে।