কপিরাইটিং প্রশিক্ষণ কর্মশালা

গত ২৭ মে ২০২২ শুক্রবার, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিক্ষক ড. ইসলাম শফিক-এর সার্বিক
তত্ত¡াবধানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো বিজ্ঞাপনের কপিরাইটিং শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় অংশগ্রহণ করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ৩৭তম এবং ৩৮তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। কপিরাইটিং, লেখার কৌশল, গুরুত্ব , ভালো কপিরাইটিং লেখার কৌশল এবং কপিরাইটিং বিষয়ক নানা খুঁটিনাটি বিষয়ে উপস্থিত বিশিষ্টজনেরা তাঁদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার বহু কৌশল ও উদাহরণ তুলে ধরেন। কপিরাইটিং বিষয়ক কর্মশালা হলেও শিক্ষার্থীবৃন্দ বহু বিষয়ে সমৃদ্ধ হয়েছে-হেডলাইন, সাবহেড, পে-অফ লাইন এসব লেখার কৌশল নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাণ পার্থক্য। শিক্ষার্থীরা বেতার রেকর্ড ও বাচিক অভিনয় প্রভৃতি বিষয়েও আমন্ত্রিত গণমাধ্যম ব্যক্তিত্বদের কাছ থেকে হাতে কলমে শেখার ও জানার সুযোগ পেয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-খ. ম. হারূন, রাহুল রাহা , অমিতাভ রেজা চৌধুরী, মাজহারুল ইসলাম এবং আব্দুল আজিজ।

10-100% scholarship

50% waiver in ADMISSION fee

CAMPUS & CONTACT

Plot# 06, Avenue# 06,
Sector# 17/H-1,Uttara, Dhaka-1230
Hot Line: 09638 177177, 01969904000
Email: [email protected]
Office Time: 8:30 AM to 5:30 PM

© All rights reserved 2023

Developed by Arifur Rahaman

Asst. Developer Hasan

Asst. Designer Riaz

Asst. Developer & Design by Mahadi Masud