SMUCT Tech Expo – Summer 2018 (25-09-18 to 26-09-18)

সমাপ্ত হলো CSE ও CSIT বিভাগের টেক-এক্সপো ২০১৮: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৫-এর বেসমেন্টে গত ২৫ ও ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল SMUCT Tech Expo – Summer 2018 এর Project Showcasing. CSE ও CSIT বিভাগের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রীর সম্মিলিত প্রয়াসে Software Engineering এর ৮টি, Artificial Intelligence এর ৯টি ও Micro Controller ভিত্তিক ৫টি প্রজেক্টসহ সর্বমোট ২২টি প্রজেক্ট প্রদর্শিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য প্রজেক্টগুলো হচ্ছে: SURVIVAL ROBOT, RAIN ALERT SYSTEM, VIRTUAL THERAPY OF SPEECH DISORDER, SMART PLAYGROUND MANAGEMENT, SERVER DETECTION & SOLUTION, INTELLIGENT WATERING SYSTEM, VOICE CONTROL CAR, HOME SECURITY SYSTEM, SMART IRRIGATION SYSTEM, ART OF MACHINE.

এ ধরনের কর্মপ্রয়াস CSE ও CSIT বিভাগের ছাত্রছাত্রীদের বাস্তবমুখী ও হাতেকলমে শিক্ষার প্রতি সর্বদাই অনুপ্রানিত করে। এই Tech Expo উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ আহসানুল কবীর। আরো উপস্থিত ছিলেন, ডিজাইন ও টেকনোলজি বিভাগের ডিন ড. আব্দুল হালিম শেখ, জয়েন্ট প্রক্টর জহুরুল হক, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ড. মো: আতিকুর রহমান, CSE ও CSIT বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সৈয়দ জামালউদ্দিন আহমেদ এবং এই বিভাগের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এই টেক–এক্সপো ২০১৮–র সার্বিক তত্বাবধানে ছিলেন CSE ও CSIT বিভাগের প্রভাষক শাম্মী আক্তার ও প্রভাষক তাসনিম নিগার। শান্ত–মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ আহসানুল কবীর `SMUCT Tech Expo – Summer 2018′-র সকল প্রজেক্টের প্রশংসা করেন এবং CSE ও CSIT বিভাগের ছাত্র–ছাত্রীদেরকে বিভিন্ন ক্ষেত্রে আরো বেশী বাস্তবমুখী জ্ঞান আহরনের জন্য অনুপ্রানিত করেন।

10-100% scholarship

50% waiver in ADMISSION fee

CAMPUS & CONTACT

Plot# 06, Avenue# 06,
Sector# 17/H-1,Uttara, Dhaka-1230
Hot Line: 09638 177177, 01969904000
Email: [email protected]
Office Time: 8:30 AM to 5:30 PM

© All rights reserved 2023

Developed by Arifur Rahaman

Asst. Developer Hasan

Asst. Designer Riaz

Asst. Developer & Design by Mahadi Masud