শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সেমিনার অনুষ্ঠিত

‘ইউজ অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল জাস্টিজ সিস্টেম ইউথ আ ডেমনেস্ট্রেশন অফ সুইসাইড এন্ড স্ট্রাংগুলেশন মার্ডার’ শীর্ষক এক ব্যাতিক্রমী সেমিনারের আয়োজন করে দেশের প্রথম ডিজাইন বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগ। ২৫ তাং সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ম্যানেজম্যান্ট এন্ড জেনারেল স্ট্যাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. এম. আবদুল হালিম শেখ, অনুষ্ঠানের কিনোট স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মাদ নুরুল হক, গভর্মেন্ট এন্ড পলিটিকস এর বিভাগীয় প্রধান ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ-সহ ফ্যাকাল্টি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য শেষে কিনোট স্পিকার ‘ইউজ অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল জাস্টিজ সিস্টেম ইউথ আ ডেমনেস্ট্রেশন অফ সুইসাইড এন্ড স্ট্রাংগুলেশন মার্ডার’ বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনায় অংশ নেন। ডিজিটাল যুগেও বাংলাদেশের বিচারিক কার্যক্রমের পশ্চাদপদতা তথা সনাতন পদ্বতির অনুসরণ প্রসঙ্গ তুলে ধরে আইন ও তদন্ত কার্যক্রমে তাঁর দীর্ঘ সংশ্লিষ্টতা তথা অভিজ্ঞতার আলোকে সচিত্র বিভিন্ন বাস্তব ঘটনা প্রবাহ প্রদর্শনের মাধ্যমে বিচার কাজে সঠিক তদন্তের গুরুত্ব, বিশেষ করে দেশ ভেদে তদন্ত প্রক্রিয়া ও এর ধরণ সম্পর্কে দিক নির্দেশনামূলক বিভিন্ন আলোচনা তুলে ধরেণ। অতঃপর আলোচ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন ও উত্তর পর্বেও তিনি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করেন। আর এভাবেই গুরুত্বপূর্ন এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থী ও উপস্থিতিগণ বিচারিক কার্যক্রম তথা তদন্ত সংশ্লিষ্ট জ্ঞানে সমৃদ্ধ হন।

News & Events