শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ক্রনী গ্রুপের এমওইউ অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও পোশাক শিল্প প্রতিষ্ঠান ক্রনী গ্রুপের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি, সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে আয়োজিত এমওইউ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য শিল্পী মোস্তাফিজুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, জয়েন্ট রেজিস্ট্রার (এডমিনিস্ট্রেশন)কায়কোবাদ রানা ও ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্ট্যাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. এম. আবদুল হালিম শেখ, ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকলোজি অনুষদের ডীন আর্কিটেক্ট হোসনে আরা রহমান ও ক্রনী গ্রুপের হেড অব ডিজাইন কার্তিক মোহানান, ডিজিএম মার্চেন্ডাইজ এন্ড মার্কেটিং সনজয় রয়, ট্রেনিং কো-অর্ডিনেটর এন্ড ব্রান্ডিং শাহিরুল হাসান ও মার্কেটিং এক্সিকিউটিভ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সেমিনার স্পিকার ছিলেন- বিজিএমইএ এর হেড অফ সাসটেইনেবলিটি ও জয়েন্ট সেক্রেটারি একেএম মামুনুর রশিদ ও মোঃ মনোয়ার হোসাইন ও ক্রনী গ্রুপের হেড অব ডিজাইন কার্তিক আচারিয়া ও ট্রেনিং কো-অর্ডিনেটর শাকির নাইম-সহ জেবিএল ফ্যাশনস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজ বাবলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনে ছিলেন শান্ত-মারিয়ামের এফডিটি ডিপার্টমেন্টের এডিশনাল হেড আফরোজা হক ডেইজি।
ক্রনী গ্রুপের ব্রান্ড ‘ইভান্তি’ এর সৌজন্যে আয়োজিত সেমিনারের মধ্যে দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্ব। অতঃপর উভয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি। আজ দ্বিতীয় ও সমাপনী পর্বে ছিল ক্রনী গ্রুপের তৈরি পোশাক প্রদর্শনী ও ফেইস অব ইভান্তি এর ডিজাইন কনটেস্ট। প্রথম পর্বে অনুষ্ঠিত ‘ক্যারিয়ার বিল্ডিং ইন আরএমজি সেক্টর’ শীর্ষক সেমিনারে আরএমজি সেক্টরে ক্যারিয়ার গড়ার বিভিন্ন টিপস, এই পেশার সম্ভাবনা ও দেশ বিদেশে পোশাক শিল্পের নিত্য পরিবর্তন তথা হালফ্যাশনের বিষয় বৈচিত্র ও উন্নয়নের আদ্যপান্ত নিয়ে প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিনিময় হয় আরএমজি সেক্টরের দক্ষ পেশাজিবী ও ভাবি উদ্যোক্তা ও পেশাদারদের মধ্যকার তথ্য উপাত্ত তথা জ্ঞান। সেমিনারে ক্রনী গ্রুপের তৈরি পোশাকের গুণগত মান, চাহিদা, ক্রমোন্নতি ও তাদের পেশাদার দক্ষ কর্মীদের কাজের অভিজ্ঞতা ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

10-100% scholarship

50% waiver in ADMISSION fee

CAMPUS & CONTACT

Plot# 06, Avenue# 06,
Sector# 17/H-1,Uttara, Dhaka-1230
Hot Line: 09638 177177, 01969904000
Email: [email protected]
Office Time: 8:30 AM to 5:30 PM

© All rights reserved 2023

Developed by Arifur Rahaman

Asst. Developer Hasan

Asst. Designer Riaz

Asst. Developer & Design by Mahadi Masud