শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি’র সিটি ক্যাম্পাসের একাডেমিক ডিসপ্লের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৪ জুন শনিবার ক্যাম্পাস প্রাঙ্গনে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেতা সাজু খাদেম, কন্ঠশিল্পী রাহুল আনন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তরুন কুমার সরকার ও ময়েজউদ্দিন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র জয়েন্ট রেজিস্ট্রার (একাডেমিক) কায়কোবাদ রানাসহ আরো অনেকে। আমন্ত্রিত বিশিষ্টব্যক্তিবর্গ শিক্ষার্থীদের ডিজাইন কর্মগুলো ঘুরে দেখেন। সবশেষে শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকের ফ্যাশন শোসহ গান, নাঁচ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন। মুক্ত আলোচনায় আমন্ত্রিত অতিথীবৃন্দ শিক্ষার্থীদের কাজের প্রসংশা করেন, বাংলাদেশের ফ্যাশনধারার বর্তমান গতিশীলতার জন্য শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বিশেষ ভূমিকা রয়েছে বলে মত প্রকাশ করেন। সিটি ক্যাম্পাসের সেন্টার হেড এম এ জামাল সফল এই আয়োজনের জন্য সিটি ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।