গত ১০ জুলাই, রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস- ০১ ও ০৫ এ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এক রক্তদান কর্মসূচির আয়োজন করে। ‘রক্ত দাও জীবন বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান ও রেডক্রিসেন্টের কর্মকর্তাগণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার আবদুল্লাহ আল মাসুদ সহ ট্রেনিং এন্ড স্টুডেন্ট কাউন্সেলিং এর পরিচালক লেঃ কর্ণেল আব্দুস সালাম মিয়া (অবঃ), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে.এম সিরাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। একটানা সকাল ১০ টা থেকে দুপুর ২ টা অবদি অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শতস্ফুর্তভাবে তাদের রক্তদান করেন।