অত্যন্ত ভাবগাম্ভির্য্য ও নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে এই অঞ্চলের প্রথম কর্মমুখি, সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়-শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ২৬ মার্চ-২০১৯ তাং রাজধানীর উত্তরা ১২নং সেক্টরে বিশ্ববিদ্যালয়ের ৫নং ভবনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করে একযোগে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম একাডেমী। এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন, চিত্রাংকন প্রতিযোগীতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা দিবসের আলোচনা ইত্যাদি পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র শিল্পী অধ্যাপক আব্দুর শাকুর শাহ, শান্ত-মারিয়াম একাডেমীর উপদেষ্টা বিশিষ্ট শিশু চিত্র শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টিগণ এবং শিক্ষার্থি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ মার্চ সকাল ৬.১০ মিঃ এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমীক সহ সকল ভবনে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে আগের দিন শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ
টেকনোলজির শিশু-কিশোরদের চিত্রাংকন, নৃত্য ও সঙ্গিত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১০.৩০ টায় অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান। এরপর দিবসটির তাৎপর্য্য অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই পর্বে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজীর শিশু-কিশোরদের সমবেত পরিবেশনায় নৃত্য ও সঙ্গিত পরিবেশন করা হয়। এরপর একক ও সমবেতভাবে নৃত্য ও সঙ্গিত পরিবেশন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যালচারাল ফোরামের শিক্ষার্থী ও শিল্পীগণ।
এরপর শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজীর নৃত্য, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের
মাঝে বিভাগওয়ারী পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সম্মানীত অতিথিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের উর্ধতন
কর্মকর্তাগণ। সর্বশেষ উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এ.কে.এম সিরাজুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।