জীবনের সফলতার গল্প ও চিত্রকর্ম সম্পর্কে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একান্তে বলতে অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ গতকাল দুপুরে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে। উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ অাহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য কাজী মো: মফিজুর রহমান, রেজিস্ট্রার স্থপতি হোসনে অারা রহমান, ট্রেজারার অধ্যাপক শামসুন্নাহার, শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দিন খালেদ, শিল্পী নাসিম অাহমেদ নাদভি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিশ্বশিল্পীর ঘরোয়া দর্শন: অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাম্প্রতিককালে অাঁকা ড্রইং নিয়ে শান্ত–মারিয়াম ফাউন্ডেশনের “ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারী” আয়োজন করতে যাচ্ছে তিন সপ্তাহব্যাপী এক বিশেষ প্রদর্শনীর। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশ্বের অন্যতম পঞ্চাশজন মাষ্টার পেইন্টারদের একজন। অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার, বার্সেলোনা অলিম্পিয়াড অব আর্ট ও বিশেষ উপাধি ‘নাইট’, যা ফরাসী সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আগামীকাল ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন ভারতীয় দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। প্রদর্শনীটি ৩০ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা – রাত ৮টা সকলের জন্য উন্মূক্ত থাকবে।
প্রদর্শনীর স্থান: ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারী
শান্ত–মারিয়াম ফাউন্ডেশন ভবন
৪৫ সোনারগাঁও জনপদ, সেক্টর ৭, উত্তরা, ঢাকা ১২৩০।