শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এলএলবি (সম্মান) কোর্সের সমাপনী অনুষ্ঠান

গত ১১ জুলাই, রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১তম ব্যাচের এলএলবি (সম্মান) কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১ এর সভাকক্ষ-ক্রিয়েটিভ হাবে সকাল ১০ টায় উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমানের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন বিভাগের প্রধান মোহাম্মদ নুরুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে.এম সিরাজুল ইসলাম সহ উক্ত বিভাগের শিক্ষকগণ, বিদায়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান দেশের সাবেক বিচারপতির বিরুদ্ধে দায়ের করা মামলা সংক্রান্ত সংবাদের ব্যাপারে সদ্য পাশ করা ল’ ইয়ারদের দৃষ্টি আকর্ষন করে বলেন, কেউই আইনের উর্ধে নন। তিনি শিক্ষার্থীদের আইনের সুশান নিশ্চিত করার মাধ্যমে মহান ল’ ক্যারিয়ার ও এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার ব্যাপারে জোর তাগিদ দেন। তিনি বলেন, তোমরাই আমাদের ব্রান্ড। ফলে তোমাদের সুনাম-দূর্নামের সাথে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সরাসরি সম্পৃক্ত। অনুষ্ঠানে এ.কে.এম সিরাজুল ইসলাম ও আইন বিভাগের প্রধান মোহাম্মদ নুরুল হক ও মূল্যবান বক্তব্য রাখেন।
এরপর উপস্থিত অতিথিবৃন্দ ডিগ্রী প্রাপ্তদের মাঝে উপহার হিসেবে ক্রেস্ট বিতরণ করেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

News & Events