২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২ উপলক্ষ্যে বিশেষ কিউরেটিড গ্যালারিতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি একটি স্থাপনা শিল্প প্রদর্শন করতে যাচ্ছে।
নদী ও পরিবেশের যাবতীয় অমঙ্গল থেকে মানুষের প্রয়োজনে প্রকৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা ও ভালোবাসায় সঞ্চিত এই স্থাপনা শিল্পকর্মের শিরোনাম ‘প্রকৃতি ও পরিবেশের সুরক্ষাব্রত’। এখানে শান্ত-মারিয়ামের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিল্পটির কিউরেটর এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো: আমান উল্লাহ।