সচেতনতামূলক কর্মসূচি ‘৩ দিনে একদিন জমা পানি ফেলে দিন’

গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়েই চলছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেকেই। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৪ ই অক্টোবর ২০২৩ বুধবার, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি র গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪০ ব্যাচের পাঠ্যসূচির অংশ হিসেবে সচেতনতামূলক কর্মসূচি ‘৩ দিনে একদিন জমা পানি ফেলে দিন’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগ, শ্রেণি কক্ষ, ও ছাত্রছাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ ও প্ল্যাকার্ড, পোস্টারের মাধ্যমে। এই কর্মসুচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ র মাননীয় চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক স্যার, বিভাগীয় প্রধান মো সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন কোর্স শিক্ষক মাহবুব হাসান খান সহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। মাননীয় চেয়ারম্যান মহোদয় এমন উদ্যোগের প্রশংসা করেন ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগ কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বর্তমানে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে, তেমনি অন্যকেও সচেতন করতে হবে।

News & Events