সোমবার ২০ জুন ২০২২ দিনটি মেঘাচ্ছন্ন হলেও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উত্তরার স্থায়ী ক্যাম্পাসে দিনটি ছিল বর্ণিল ও হাস্যোজ্জ্বল। কারণ সকাল থেকেই রঙ্গীন বাহারী পোশাকে প্রিয় ক্যাম্পাসে দলেদলে জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়টির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের শতশত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এদিন ছিল তাদের পুনর্মিলনী অনুষ্ঠান, ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থী বলে কথা, পোষাকে হাল ফ্যাশন ও ঐতিহ্যের ছোঁয়া থাকবেনা তা কেমন করে হয়! ফলে দেশের প্রথম ক্রিয়েটিভ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাল ছিল সাজসাজ রব। বহুদিন পর একসঙ্গে প্রিয় ক্যাম্পাসে মিলিত হতে পেরে সবার মুখেই ছিল হাসি ও আনন্দের ছাপ। ঐতিহ্যবাহী দেশীয় বিভিন্ন সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতঃপর মধ্যাহ্ন ভোজের আয়োজন শেষে উত্তরা জমজম কনভেনশন সেন্টারে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হকের চমৎকার মোটিভেশনাল বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় এই পর্ব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, রেজিস্টার ড. পাড় মশিয়ুর রহমান, ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকলোজি অনুষদের ডিন আর্কিটেক্ট হোসনে আরা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানগণ। সঙ্গীতের মূর্ছনায় চলমান বিভিন্ন ব্যাচের এবং সাবেক প্রফেশনাল র্যাম্প মডেলদের চোখধাঁধানো ফ্যাশন শো ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সর্বশেষ স্মৃতিচারণমূলক আলোচনা ও আড্ডায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবর্ণা নওয়াদির।