‘উচ্চ শিক্ষায় নৈতিকতা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ৩ মে ২০২৫ ইং তারিখ, সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘উচ্চ শিক্ষায় নৈতিকতা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ (ইথিকস ইন হায়ার এডুকেশন: বাংলাদেশ পারসপেকটিভ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মো: শামসুল আলম, মাননীয় ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা উক্ত সেমিনারের রিসোর্স পারসন হিসেবে পেপার উপস্থাপন করেন।

প্রখ্যাত শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, গেস্ট অব অনার; প্রফেসর প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক, ডিন ফ্যাকাল্টি অব হিউম্যানেটিজ এবং সোশ্যাল সায়েন্স, ড. পাড় মসিউর রহমান, রেজিস্ট্রার বিশেষ অতিথি হিসেবে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ ইসহাক।

এছাড়াও সেমিনারে বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. ওয়ালিউর রহমান খান নদভী, ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ; ড. মনজুরুল হক, অধ্যক্ষ, উত্তরা মডেল কলেজ; ড. সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ, আইইএস স্কুল এন্ড কলেজ; মাওলানা শাহ আহমদ রেযা, সহকারী অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ড. মো: মোরশেদ আলম সালেহী, মুহাদ্দিস, দুর্বাটি কামিল মাদ্রাসা; এস,এম ওয়াহিদুজ্জামান, সহকারী ডিরেক্টর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস; ড. মুহা: রুহুল আমীন, সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি; মাওলানা হুসাইন আহমেদ, লেকচারার, এশিয়ান ইউনিভার্সিটি; মুহা: সাদিক আল হুসাইন, লেকচারার, এশিয়ান ইউনিভার্সিটি; মাওলানা আতাউর রহমান, প্রিন্সিপাল, বাউনিয়াবাধ মাদ্রাসা;  ড. মো: মুহসিন উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ; ড. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন; মিজানুর রহমান, লেকচারার, রাজউক মডেল কলেজ; জালাল উদ্দিন, লেকচারার, রাজউক মডেল কলেজ; মুহা: মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, মাইলস্টোন কলেজ প্রমুখ। এছাড়াও পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ইসলামিক স্টাডিজ বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উক্ত সেমিনারে অংশ গ্রহণ করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র মো: আসফি আলীর তিলাওয়াতের মাধ্যমে সেমিনার কার্যক্রম শুরু হয়। একই বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্রী ফাতিমা আব্দুস সালাম রিসোর্স পারসনের বায়োডাটা পাঠ করেন। অনুষ্ঠানের গেস্ট অব অনার শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক তার বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করেন। উচ্চ শিক্ষায় নৈতিকতার গুরুত্ব ও তাৎপর্য এবং তা কীভাবে অর্জন করা যায়-এ বিষয়ে রিসোর্স পারসন প্রফেসর ড. মো: শামসুল আলম প্রবন্ধ উপস্থাপন করেন। তার উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে সেমিনারের বিশেষ অতিথিগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। তারা নৈতিকতার গুরুত্ব ও অর্জনের উপায় সম্পর্কে আলোচনা করেন।

ড. আব্দুল্লাহ আল মামুন আযহারী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় কো-অর্ডিনেটর, উক্ত সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন। মোহাম্মদ কামালউদ্দিন, সহকারী অধ্যাপক ও এডিশনাল ডিরেকটর, আইকিউএসি সেমিনারটি পরিচালনা করেন।