গত ১৫ জুলাই, ২০২৩ তারিখে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ডিপার্টমেন্ট অব সিএসই অ্যান্ড সিএসআইটি এর উদ্যোগে আয়োজিত হয় সিএসই ফেস্ট ২০২৩ (ভি-টু পয়েন্ট ও), ছিলো আন্তঃ ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কন্টেস্ট, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্রজেক্ট শো, রবোটিক্স এবং গেমিং কন্টেস্ট। উক্ত অনুষ্ঠান বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
অনুষ্ঠান অলংকৃত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহ-ই- আলম এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান দেশবরেণ্য চিত্রশিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান। আরও উপস্থিত ছিলেন আর্কিটেক্ট হোসনে আরা রহমান (ডিন), প্রফেসর ড. রবিউল ইসলাম (ডিন, ইসিই, রুয়েট),অন্যান্য বিভাগীয় প্রধানসহ গুণী শিক্ষকমন্ডলী এবং সর্বস্তরের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতা ও সফটওয়্যার-হার্ডওয়্যার প্রজেক্ট প্রদর্শনী, বিচারকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়।