শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ-এর জন্মশতবর্ষ অনুষ্ঠান উদযাপন হয় চারুকলার বকুলতলায়।

গত ২৪ জুন ২০২২ তারিখ শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ-এর জন্মশতবর্ষ অনুষ্ঠান উদযাপন হয় চারুকলার বকুলতলায়। সন্ধ্যায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সুরের মূর্ছনায় ও নৃত্যের অপূর্ব ভঙ্গিমায় সকল দর্শক শ্রোতার মন জয় করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জনসংযোগ বিভাগের পরিচালক শিল্পী লিলি ইসলাম, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক শিল্পী গোলাম রব্বানী শামীম, ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন ড. প্রদীপ কুমার নন্দী এবং নৃত্য বিভাগের শিক্ষক শিল্পী শেখ আবিদুর রহমান কচি ও শিল্পী কামরুল হাসান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারি রেজিস্ট্রার ফিরোজ আহমেদ ইকবাল।

News & Events