শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের কনজুমারস প্রোডাক্ট শো

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের কনজুমারস প্রোডাক্ট শো অনুষ্ঠিত হয়। গত ১১ জুলাই মধ্যাহ্নে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভবন-০২ এ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের ২৭ ও ২৮ তম ব্যাচের দিনব্যাপী এক কনজুমারস প্রোডাক্ট শো অনুষ্ঠিত হয়। দুপুর ১ টায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার স্থপতি হোসনেয়ারা রহমান, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ সহ ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিজনাল শাড়ী, থ্রি পিস, স্ক্যাট, গেঞ্জি সহ বিভিন্ন বয়সের ২০০ বস্ত্র চমৎকার নান্দনিকতায় উপস্থাপন করা হয়। পোশাকে নিখুঁতভাবে মৌসমী আবহ ফুটিয়ে তোলা হয় মনমাতানো কালার ইমেজ ও নকশার মুন্সিয়ানায়।

উল্লেখ্য, যুগপদ ফ্যাশন ডিজাইন তথা সাংস্কৃতিক শিক্ষায় পথিকৃততুল্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় উদ্বুদ্ধ তথা অভ্যস্ত করতে প্রায়শই এ জাতীয় অনুষ্ঠান এদের ক্রিয়েটিভ হাব সহ বিভিন্ন সভাকক্ষ বা ডিসপ্লে সেন্টারে আয়োজন করা হয়।

News & Events