শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র চারুকলা বিভাগে শনিবার (৩ ডিসেম্বর) বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস “ম্যাটেরিয়াল এন্ড টেকনিক” শিরোনামে একটি শিল্প কর্মশালা পরিচালনা করেন। উক্ত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ুর রহমান।
এ সময় ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকনোলজি’র সম্মানিত ডিন (ভারপ্রাপ্ত) স্থপতি হোসনে আরা রহমান, ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজের সম্মানিত ডিন অধ্যাপক ড. আব্দুল হালিম শেখ, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহরিয়ার তালুকদার , প্রক্টর (ভারপ্রাপ্ত) সুকান্ত সেনগুপ্ত , পরিচালক ( ছাত্রকল্যাণ ) গোলাম রাব্বানী শামীম , জয়েন্ট রেজিস্ট্রার (এডমিন ) ড. মাসুদ আল-নূর , গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম , চারুকলা বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব ফাইন এন্ড পারফর্মিং আর্টসের সম্মানিত ডিন (ভারপ্রাপ্ত) ড. প্রদীপ কুমার নন্দী এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ও পরিচালক (জনসংযোগ) বিশিষ্ট সংগীত শিল্পী লিলি ইসলাম।