গত ১ জানুয়ারী ২০২৩ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি’র আয়োজনে “বাংলার প্রাচীন টেরাকোটা এবং ফ্যাশনে টেরাকোটার প্রয়োগ” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে মূলবক্তা ছিলেন ড. রেজাউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষবিদ্যালয়ের জয়েন্ট রেজিস্টধার (একাডেমিক) কায়কোবাদ রানা, ডেপুটি রেজিষ্টধার এম.এ জামাল, এফডিটি ডিপার্টমেন্টের সোহেল আনোয়ার অপু ও মেহেদী মাসুদ সহ অন্যান শিক্ষকবৃন্দ। সেমিনারে বাংলার প্রাচীন টেরাকোটা’র বিভিন্ন মোটিফ, টেকনিক ও ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়। ফ্যাশনে রাকোটা’র নানা প্রয়োগ ও মাধ্যম নিয়েও আলোচনা করা হয়। ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি’র শিক্ষক ও শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহন করেন।