আন্তর্জাতিক গবেষণা সংস্থা Center for Academic & Professional Career Development and Research (CAPCDR) আয়োজিত তিনদিন ব্যাপী (নভেম্বর ২২-২৫, ২০২২) Post COVID-19 Paradigm Shift in Social Science, Technology and Public Health শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ১০ সেমিস্টারের শিতক্ষার্থীদের একটি দল একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- জিয়াউল হক ভূঁইয়া (শিক্ষার্থী আইডি নং ১৯৩৪৪১০২৩), নাজমীম আক্তার (শিক্ষার্থী আইডি নং ২১১৪৪৭০০২), শাহনাজ আক্তার (শিক্ষার্থী আইডি নং ১৯৩৪৪১০১৩), দিলশাদ আক্তার (শিক্ষার্থী আইডি নং ১৯৩৪৪১০০৩) ও রবিউল ইসলাম শান্ত (শিক্ষার্থী আইডি নং ১৯৩৪৪১০০৮)। গবেষণা প্রবন্ধটির শিরোনাম “Post-COVID-19 Challenges and Survival Strategies of Slum Dwellers: A Survey Study in Dhaka, Bangladesh”। এই প্রবন্ধটি মূলত বিভাগের সম্মানিত শিক্ষক ড. খন্দকার মোর্শেদা ফারহানা এর তত্ত্বাবধায়নে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের কালশী এবং উত্তরার ফুলবাড়ী- এই ২টি বস্তিতে COVID-19 এর পরবর্তী জীবন জীবিকার উপর পরিচালিত গবেষণার আলোকে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, এই কনফারেন্সে বিশ্বের প্রায় ৪০ টি দেশের স্কলার এবং গবেষকরা অংশগ্রহণ করেন, যেখানে বাংলাদেশ থেকে মাত্র ২ টি লেখা নির্বাচিত হয়। বাংলাদেশ থেকে ২ টি লেখা নির্বাচিত হয়- যার একটি University of South Asia ও Bangladesh University of Health Sciences এর ফ্যাকাল্টিবৃন্দ, দ্বিতীয়টি আমাদের ১০ম সেমিস্টারের জিয়াউল হক ভুইয়া ও তার দল। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষতেও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে ভূমিকা রাখবে।
ভিডিও লিঙ্ক:
https://www.facebook.com/100008124726308/videos/1865373523816873/