ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এস এম ই ফাউন্ডেশন) ও অ্যাসোসিয়েশন অব ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি) কর্তৃক যৌথভাবে আয়োজিত হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০২২ এ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি তিনটি প্রজেক্ট নিয়ে কাজ করেছে।
• জামদানী ঐতিহ্যের বুননে সোনালী গাঁথা•
ঐতিহ্যবাহী শাঁখা শিল্পের একাল সেকাল
• পটচিত্র : বাংলার প্রাচীনতম অডিও-ভিজ্যুয়াল মাধ্যম এবং ফ্যাশন এর প্রয়োগহেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০২২ এ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষক-শিক্ষার্থীদের এই সম্মিলিত প্রজেক্ট আয়োজক ও দর্শনার্থীদের কাছে প্রশংসিত হয়
।গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২২ গুলশানে অবস্থিত শুটিং ক্লাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল এর দ্বিতীয় দিনে ১০ ফেব্রুয়ারি ২০২২ এ বিভিন্ন শিক্ষা মূলক প্রজেক্ট এর জন্য সনদপত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এস এম ই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মফিজুর রহমান এবং এএফডিবি’র সভাপতি মানতাশা আহমেদ। প্রজেক্টগুলোর জন্য শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সম্মানিত শিক্ষকবৃন্দ সনদপত্র প্রাপ্তিতে অতিথিবৃন্দ এবং আয়োজক মন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।