নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্প্রিং সেমিস্টার-২২-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ ও আমাদের ব্র্যান্ড, তোমাদের গুণ-মানের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ব্যাপারটি অন্তর্ভুক্ত। আমার বিশ্বাস, তোমরা বাবা-মায়ের প্রত্যাশা এবং সময়ের মূল্যায়নের ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেকে ভিন্নভাবে আবষ্কিার করার চেষ্টা করবে প্রতিনিয়ত। আমাদের পরিবারভুক্ত হওয়ার পর তোমাদের প্রতি আমাদের যে দায়িত্ব তথা প্রতিশ্রুতি আমরা তা রক্ষার শতভাগ চেষ্টা করছি। ইতিমধ্যে যা তোমরা উপলব্ধি করতে পেরেছ বলে আমার ধারণা। ‘

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দল জলের গান। এই গ্রুপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল বিভাগের শিক্ষার্থীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

News & Events