শান্ত-মারিয়াম সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের প্রদর্শনী অনুষ্ঠিত

আজ শনিবার, ২০ মে ২০২৩ থেকে শুরু হল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের (৩৫তম ব্যাচ) এর ৩-দিনব্যাপী এক চূড়ান্ত প্রদর্শনী। রাজধানী ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ৪৫ ভবন, সোনারগাঁও জনপথ সড়কের ক্রিয়েটিভ দা আর্ট গ্যালারীতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক ও অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, বিজ্ঞাপনী সংস্থা ডটবার্থ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম,। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, উক্ত ডিপার্টমেন্টের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম (বিশেষ অতিথি)সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো সাইফুল ইসলাম বিভাগের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথী ও দর্শনার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ইমামুল কবির শান্ত স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিভাগের ছাত্রছাত্রীরা আগত অতিথীদের ফুলেল শুভেচ্ছা জানায়। প্রধান অতিথীকে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, আমন্ত্রিত অতিথীবৃন্দ অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে ছাত্রছাত্রীর সৃশনশীল কাজ গুলো দেখেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন, নিজের সৃজনশীলতায় আস্থা ও প্রাধান্য দিয়ে সৃষ্টিশীলতার বিকাশ ঘটানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। তাঁরা প্রদর্শিত ডিজাইনসহ অন্যান্য কাজের বিষয়বস্তু ও ব্যবহারিক দিক নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন। অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক স্যার ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা এবং তাদের ভবিষ্যৎ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথী সৈয়দ গাউসুল আজম শাওন বলেন সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হবে, কর্মজীবন সবে শুরু আরো অনেক দূর যেতে হবে,তারকাছে ছাত্রছাত্রীদের কাজ খুব ভালো লেগেছে । একাডেমিক এই প্রদর্শনী গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ১ম সেমিষ্টার (৪৭তম ব্যাচ) থেকে শুরু করে ১২তম সেমিষ্টারের (৩৬তম ব্যাচ) শিক্ষার্থীরা উপস্থিত হয়ে ৩৫ তম ব্যাচের বিভিন্ন মডিউলের একাডেমিক বিভিন্ন ডিজাইন ,টুডি এন্ড থ্রিডি এনিমেশন ,টাইপোগ্রাফিক কাজ, ইলাস্ট্রেশন দেখে অভিভুত। চিরাচরিত ক্লাসের ব্যস্ততার বাইরে সৃজনশীল বিভিন্ন ডিজাইন ভিত্তিক এই প্রদর্শনী নবীন ছাত্রছাত্রীদের মাঝে এক অন্যরকম উদ্দিপনা সৃস্টি করেছে । প্রদর্শনীতে মোট .৩৭ জন শিক্ষার্থী তাদের মূল্যবান পোর্টফোলিও, ৪ বছরের শিক্ষাজীবনের বাছায়কৃত সেরা ডিজাইন ও মাল্টিমিডিয়ার কাজ প্রদর্শন করছে। প্রদর্শনীর ডিসপ্লে থেকে শুরু করে প্রতিটি পর্বে ছিল নান্দনিকতা ও পেশাদারিত্বের ছোঁয়া। বিশেষ করে প্রতিটি ডিজাইনে ছিল ভিন্নমাত্রা ও যুগের সঙ্গে সম্পর্কযুক্ত।৩দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনী ২০ থেকে ২২ মে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে।

News & Events