শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

দেশের প্রথম কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। গতকাল ১৭ মার্চ, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল হালিম শেখ, ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডীন আর্কিটেক্ট হোসনে আরা রহমান, গভর্মেন্ট এন্ড পলিটিকস বিভাগের প্রধান ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ, জনসংযোগ পরিচালক প্রফেসর শিল্পী লিলি ইসলাম ও ফাইন এন্ড পারফর্মিং আর্টস অনুষদের ডীন ও সঙ্গীত বিভাগের প্রধান প্রফেসর ড. প্রদীপ নন্দীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি এর সম্মানীত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ জীবনীর উপর বিশদ আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অতঃপর চিত্রাংকন প্রতিযোগীতায় পুরস্কার প্রাপ্ত শিশুকিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও উপস্থিত বিশেষ অতিথি ও সম্মানীত অতিথিবৃন্দ।

News & Events