জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুন নাহার। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ইয়াসমিন আহমেদ, স্থপতি হোসনে আরা রহমান, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টির সদস্য মিসেস আফরোজা বেগম, ফাউন্ডেশনের পরিচালক ডালিয়া নওশীন, আইকিএসির পরিচালক ড. জেবুন নাহার ও বাংলা বিভাগের শিক্ষক ড. নিজামউদ্দিন জামি।আবৃত্তি করেন কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মহিউদ্দিন তাহের, আইন বিভাগের শিক্ষক সাজিয়া শারমিন শান্তা, বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা ফিরোজ আহমেদ ইকবাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল হালিম শেখ, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী, আইন বিভাগের সভাপতি সাবেক, বিচারপতি ও লেখক অধ্যাপক মুহাম্মদ নূরুল হক, শান্ত-নিবাসের প্রকল্প পরিচালক, বীর মুক্তিযোদ্ধা লেখক মেজর (অব.) নাসির উদ্দিন, জয়েন্ট রেজিস্ট্রার ও সহযোগী অধ্যাপক ড. মাসুদ আল নূর, বোর্ড অব ট্রাস্টির সদস্য মোঃ রবিউল ইসলাম প্রমূখ।

News & Events