৫ম আন্ত-বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট

গত ৬ই নভেম্বর অনুষ্ঠিত হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ৫ম আন্ত-বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট। এতে বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই এবং সি.এস.আই.টির প্রথম বর্ষ থেকে শেষবর্ষ পর্যন্ত সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনলাইন কম্পিটিশন প্লাটফর্মে অনুষ্ঠিত এই কনটেস্টের সময় ছিল তিনঘন্টা, যার মধ্যে প্রতিযোগীদের প্রোগ্রামিং এর মাধ্যমে ৭টি সমস্যার সমাধান খুঁজে বের করতে হয়। সি.এস.ই এবং সি.এস.আই.টি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সৈয়দ জামালউদ্দিন আহমেদ, প্রভাষক ও কোর্ডিনেটর ফারজানা নওরিন এর তত্ত্বাবধানে এই কন্টেস্ট অনুষ্ঠিত হয়। প্রোগ্রামিং কন্টেস্টের বিশ্লেষক ছিলেন প্রভাষক পেলব চক্রবর্তী এবং সহকারী অধ্যাপক মোঃ সুলাইমান মিয়া।কন্টেস্টের উদ্বোধন করেন প্রক্টর ডঃ গোলাম মোস্তফা। মোট ১৬টি গ্রুপ এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রোগ্রামিং প্রতিযোগীতা শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়।প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন সি.এস.ই এন্ড সি.এস.আই.টি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সৈয়দ জামালউদ্দিন আহমেদ এবং এই বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিভাগীয় প্রধান আশাবাদ ব্যক্ত করেন যে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতায় এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা দেখাতে সক্ষম হবে।

News & Events