স্থায়ী ক্যাম্পাসে ‘দ্য আর্ট অব স্পিকিং ইন দ্য ক্লাসরুম’ শীর্ষক দিনব্যাপী ‘শিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত

১৩ মার্চ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘দ্য আর্ট অব স্পিকিং ইন দ্য ক্লাসরুম’ শীর্ষক দিনব্যাপী ‘শিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, গবেষক, বাচিকশিল্পী অধ্যাপক ড. রতন সিদ্দিকী। শিক্ষকদের বাচনকলার নানা দিক নিয়ে তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। অত্যন্ত শিক্ষনীয় এই বক্তব্যটি উপস্থিত সকল শিক্ষকদের মাঝে এক অপূর্ব আলোড়ন সৃষ্টি করে। এ কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুন নাহার।এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. পাড় মশিয়ুর রহমান, ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হালিম শেখ, সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও জনসংযোগ বিভাগের পরিচালক শিল্পী লিলি ইসলাম।

News & Events