শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

গত শনিবার, ১৭ আগষ্ট ২০১৯, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি জাতির পিতার ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। বাদ আসর রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সভাকক্ষ- ক্রিয়েটিভ হাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্র্য পরিবেশে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ মোফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামসুন নাহার, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, জয়েন্ট রেজিস্ট্রার আবদুল্লাহ্ধসঢ়; আল মাসুদ, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর জয়নুল আবেদিন, টিআইএমসি এর পরিচালক লেঃ কর্নেল আবদুস সালাম মিয়া (অবঃ), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে.এম সিরাজুল ইসলাম, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান দিলু সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও আলোচকগণ বঙ্গবন্ধুর মৃত্যু ও তাঁর জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আলোচনা পর্ব পরিচালনা করেন। এরপর দ্বিতীয় পর্বে শুরু হয় দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া মাহফিলে জাতির জনক ও তাঁর পরিবারের যারা শাহাদাতবরণ করেছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এই পর্ব পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান মাওলানা মোঃ ইসহাক।

News & Events