শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

শান্ত-মারিয়াম পরিবারে তোমাদেরকে স্বাগতম। এখন তোমরা আমাদের। তাই বড় দায়িত্ব বা করণীয় হচ্ছে- তোমাদের অভিভাবকগণ যে স্বপ্ন নিয়ে এই আঙ্গিনায় তোমাদের পাঠিয়েছেন বা তোমরা এসেছো, এখান থেকে সেই স্বপ্ন পূরণের সর্বোচ্চ চেষ্টা করা। আমরা সর্বোন্নত শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থাপনা তথা পরিবেশ নিয়ে প্রস্তুত, এখন প্রয়োজন কেবল নিয়মিত ক্লাস ও অন্যান্য সহপাঠ্যে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর এর মাধ্যমেই সম্ভব জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। তোমাদের পানে শুধু আমরাই না পুরো জাতি তাকিয়ে আছে। গতকাল এই অঞ্চলের প্রথম সৃজনশীল ও কর্মমুখী বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্প্রিং সেমিস্টার-২০১৯ এর নবীনবরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত নবীনদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন, জাতির জনকের স্বপ্নকে এগিয়ে নেয়ার মূল ভূমিকায় এখন তোমরাই।

মানবীয় গুণাবলী অর্জনের শিক্ষায় আলোকিত মানুষ গড়ার নির্দেশনামূলক আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্রো সর্বোপরি নবীনদের শুভেচ্ছা জ্ঞাপন ইত্যাদি আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল শনিবার (২৩ মার্চ-২০১৯) উত্তরার জমজম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র স্প্রিং সেমিস্টার-২০১৯-এর বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, জয়েন্ট রেজিষ্ট্রার আবদুল্লাহ্ আল মাসুদ, প্রক্টর ড. গোলাম মোস্তফা, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ সহ পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান মোঃ ইসহাকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টারি প্রদর্শন ও থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিনগণ। এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তাদের সাথে নবীনদের পরিচয় করিয়ে দেন। অতঃপর নবীনদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের নৃত্য ও সঙ্গীত বিভাগের শিল্পীদের মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানকে অত্যন্ত উপভোগ্য করে তোলে। এরপর ধন্যবাদ জ্ঞাপন ও র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে শেষ হয় নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়ার এই মনোজ্ঞ অনুষ্ঠান। ড্র পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট প্রক্টর মোঃ জহিরুল হক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এ.কে.এম সিরাজুল ইসলাম।

News & Events