শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত।

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের প্রথম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। রাত দশটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন ।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, ভাষা সৈনিক আব্দুল মতিনের স্ত্রী গুলবদন মতিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান ও উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ১নম্বর ক্যাম্পাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে রাত 12 টা 1 মিনিটে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ’, এরপর একে একে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি., শান্ত-মারিয়াম ইন্সটিউিট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দৈনিক আজকের প্রত্যাশা ও এলাকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন । অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা।

News & Events