শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত ২৬ জুন মঙ্গলবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-তে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় ১২ নং সেক্টরে ইউনিভার্সিটির ভবন ৫-এ অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারসহ দেশ ও সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত ও সচেতন করেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী সভায় উপস্থিত থেকে এ ব্যাপারে তাদের গঠনমূলক মতামত দেন।

News & Events

স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও জাতীয় শোক দিবস উপলক্ষে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে অনলাইন প্লাটফর্মে আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়