গতকাল অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আর্ট এন্ড ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়ীত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ডিপার্টমেন্ট অব ফাইন আর্টস এর ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য নবীনবরণ । বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিএফ এ (সম্মান) ৩২তম ব্যাচ এবং এমএফএ ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের তত্বাবধানে আয়োজিত বর্ণিল এ অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। অনুষ্ঠানে ডিজাইন এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, ফ্যাকাল্টি অব হিউম্যানেটিজ এন্ড সোশ্যাল সাইন্সের ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র ডিন মোহাম্মদ মোবারক হোসাইন, ফ্যাকাল্টি অব ফাইন এন্ড পারফরমিং আর্টসের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী ও প্রক্টর গোলাম রাব্বানী শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আমানুল্লাহ।
প্রায় দিনব্যাপি আয়োজিত দুই পর্বের এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে জমকালো নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটকসহ নানা রকম সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।









