শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত“।

টেক্সটাইল শিল্পের উন্নয়ন, প্রাকৃতিক তন্তু ও কাপড়ের বিকাশ এবং এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের প্রথম আর্ট, ডিজাইন, সাংস্কৃতিক ও অন্যান্য বিশেষায়ীত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির এএমএমটি প্রোগ্রামের ফ্যাকাল্টি গবেষক নুসরাত জাহান নিপার তত্ত্বাবধানে গত ১৬ মে ২০২৫ বিকেলে রাজধানীর লো মেরিডিয়ানে এটি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের মসলিন প্রকল্পের পণ্য উন্নয়ন বিশেষজ্ঞ আয়ুব আলী, বুটেক্স প্রফেসর হোসনে আরা বেগম, লেবাস টেক্সটাইলের উপদেষ্টা প্রফেসর হুমায়ুন কবির, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ ইকবালসহ দ্য মসলিন ব্র্যান্ডের প্রেসিডেন্ট তাসনুবা ও বাংলাদেশ তাঁত বোর্ডের টেক্সটাইল বিশেষজ্ঞ মুন্সুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও শিক্ষার্থীগণ বাংলাদেশের টেক্সটাইল খাতের টেকসই উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির এম.এ. ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ও অ্যাপারেল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীদের বিভিন্ন টিম নিজেদের গবেষণা, পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে বেশ প্রশংসিত হয়।