শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিখন মূল্যায়ন ও প্রশ্নপত্রের মান নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

সেটিং স্ট্যান্ডার্ডস ফর কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন পেপারস শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো বিশেষায়িত বিষয় নির্ভর কর্মমুখী ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে। ২২ এপ্রিল সকালে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী দুই পর্বের এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। তিনি প্রশ্নপত্রের মান বজায় রাখার ক্ষেত্রে আপোশহীন থাকার উপর গুরুত্বারোপ করেন। আইকিউএসির পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামানের অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সকালের সেশনে 11টি বিভাগ ও বিকালের সেশনে 7টি বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় আইকিউএসি এর পরিচালক শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন ও প্রশ্নপত্রের মান নির্ধারণ বিষয়ক দিকনির্দেশনা উপস্থাপন করেন এবং এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের নিকট থেকে মতামত ও পরামর্শ আহ্বান করেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং উপস্থাপিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ফিডব্যাক প্রদান করেন।