শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতম হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘট অনুষ্ঠিত।

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতম হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের শিক্ষার্থীদের আহ্বানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ মানববন্ধন ও ধর্মঘট অনুষ্ঠিত হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতেও।

আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখ সড়কে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম ও ট্রেজারার প্রফেসর শামসুন নাহারসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান ও রেজিষ্ট্রার উপস্থিত ছিলেন।

এসএমইউসিটি শিক্ষা পরিবারের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল সদস্য বিশ্বব্যাপী সংগঠিত এ প্রতিবাদ মানববন্ধন ও ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও বিশ্বমানবতাকে মায়া কান্না তথা লৌকিকতা বাদ দিয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও উপাচার্য অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।