শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফান্ডেড রিসার্চ কার্যক্রম শুরু

“Major problem faced by the undergraduate students of SMUCT towards their academic progress” শীর্ষক এক রিসার্চ কার্যক্রম শুরু করলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।   বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ডিং এ পরিচালিত এই রিসার্চ প্রজেক্টেটির নেতৃত্ব দেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ড. খান শরীফুজ্জামান। গত ১৮ ডিসেম্বর ২০২৪, এই প্রজেক্ট এর RA (Research Assistant) দের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আব্দুল হালিম শেখ। এ সময় ‘ফাইন এন্ড পারফর্মিং আর্টস’ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. প্রদীপ কুমার নন্দীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই রিসার্চ প্রজেক্টের লিড রিসার্চার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ গর্ভমেন্ট এন্ড পলিটিক্স এর শিক্ষক ড. খান শরীফুজ্জামান ও তার সহকরী রিসার্চার হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি’র শিক্ষক তাজিয়া সুলতানা। প্রজেক্টটির তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোহেল মুস্তফা। ট্রেনিং সেশনের প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Progress Inc. এর গবেষক ও ডাটা এনালিস্ট আকরাম হোসেন খান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের নির্বাচিত শিক্ষার্থীরা এই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন।

News & Events