পূর্বাণী গ্রুপ ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

বেসরকারি পর্যায়ে দেশের প্রথম ডিজাইন বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র কনফারেন্স রুমে গত ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার গার্মেন্টস সেক্টরের স্বনাম খ্যাত প্রতিষ্ঠান পূর্বাণী গ্রুপ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ‘ম্যামোরেন্ডাম অব আন্ডারস্ট্যানডিং (এম.ও.ইউ) স্বাক্ষরিত হয়।

এর ফলে, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা তাদের অনার্স কোর্স সমাপনকালে পূর্বাণী গ্রুপের অফিস কিংবা ফ্যাক্টরিতে প্রয়োজনীয় ইন্টার্নশীপ এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাবে। একইসাথে পূর্বাণী গ্রুপের সুদক্ষ ও যথাযথ যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাগণ ভিজিটিং প্রফেসর হিসেবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে-কলমে পাঠদান করতে পারবেন। এতে করে, শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, সাবমিশন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবে। ফলাফল স্বরূপ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি লাভ করবে থিউরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল এডুকেশনের সমন্বয়ে তৈরি সুশিক্ষিত এবং পরিপূর্ণ দক্ষ শ্রমশক্তি।

উক্ত সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ট্রেজারার ও ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর শামসুননাহার এবং রেজিস্ট্রার ডক্টর পাড় মশিয়ুর রহমান। পূর্বাণী গ্রুপের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহরিয়ার আই. হালিম এবং হেড অব কর্পোরেট এইচ. আর মো: হাসান হাবিবুর রহমান সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রুপের লিডওডি মো: রেজাউর রহমান, সিনিয়র অফিসার কর্পোরেট এইচ. আর. রুবেল সরকার, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডীন আর্কিটেক্ট হোসনে আরা রহমান, ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ডক্টর মো: আব্দুল হালিম শেখ, ফাইন এন্ড পারফর্মিং আটর্স অনুষদের ডীন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রদীপ কুমার নন্দী, ডিরেক্টর অব অ্যাকাউন্টস মো: মনিরুল ইসলাম, ডিরেক্টর পাবলিক রিলেশন ও অ্যাসোসিয়েট প্রফেসর বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলামসহ ডিপার্মেন্টের শিক্ষকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়েন্ট রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক এন.কে. কায়কোবাদ রানা।

News & Events