দেশের শতাধিক শিল্পীর আর্ট ক্যাম্প ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবসে ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র স্থায়ী ক্যাম্পাসে একত্রিত হলেন দেশের প্রখ্যাত শতাধিক চিত্রশিল্পী। তাঁরা বর্ণিল আর্ট ক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে একটু ভিন্ন আবহে উদযাপন করলেন মহান বিজয়ের ৫১তম বছর। উত্তরায় নিজেদের স্থায়ী ক্যাম্পাসে ১৬ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে দেশের প্রথম সাংস্কৃতিক ও সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়। প্রখ্যাত শিল্পী রফিকুন নবী, হাসেম খান, শিশির ভট্টাচার্য ও নেসার হোসেনসহ শতাধিক গুণী শিল্পীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অতঃপর সকাল ১০.৩০-টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসুদ আল নূরসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টি, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ন আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর ‘শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপস্থিত শিল্পীগণ। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, কালচারাল ফোরাম ও শান্ত-মারিয়াম একাডেমীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

10-100% scholarship

50% waiver in ADMISSION fee

CAMPUS & CONTACT

Plot# 06, Avenue# 06,
Sector# 17/H-1,Uttara, Dhaka-1230
Hot Line: 09638 177177, 01969904000
Email: [email protected]
Office Time: 8:30 AM to 5:30 PM

© All rights reserved 2023

Developed by Arifur Rahaman

Asst. Developer Hasan

Asst. Designer Riaz

Asst. Developer & Design by Mahadi Masud