জাতীয় গণহত্যা দিবস পালিত

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান আর্মি অপারেশন সার্চলাইটের নামে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। এই রাতে শাহাদাত বরণ করেন অনেক নিরীহ নিরস্ত্র বাঙালি। পরবর্তীতে এই দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষার্থীরা তাদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে সেই কালরাতের বীভৎস নির্মম নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সৃজনশীল পরিবেশনা আর মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে সেই সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

News & Events

২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালায় বিশেষ কিউরেটেড গ্যালারিতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থাপনা শিল্পের শিরোনাম ‘প্রকৃতি ও পরিবেশের সুরক্ষাব্রত’।