শুরু হল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারবিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা। এবারের আয়োজনটি হয়ে গেল রাজধানী উত্তরার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আই ই এস স্কুল এন্ড কলেজে। কলেজটির উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত নান্দনিক এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল হকসহ সম্মানিত শিক্ষকবৃন্দ ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উদ্দেশ্যে ‘আলোকিত ক্যারিয়ার প্ল্যান’ শীর্ষক আলোচনায় অত্যন্ত উদ্দীপক ও পরামর্শমূলক বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান ও গভর্ণমেন্ট এন্ড পলিটিকস বিভাগের প্রধান ও আইকিউএসি এর উপদেষ্টা প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের হেড অব মার্কেটিং সাদাত ইবনে মাহমুদ ও জিডিএম বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা আলোচকদের গঠনমূলক ও দিকনির্দেশনামূলক পরামর্শ ও আলোচনায় একরকম ডুবে যায় এবং সম্মোহিত হয়ে শুনতে থাকে ক্যারিয়ারের বিভিন্ন শাখা-প্রশাখার নান্দনিক বিভিন্ন আলোচনা। পরে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশ নেয়।উল্লেখ্য কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষাদানের মাধ্যমে আলোকিত ক্যারিয়ার তথা প্রজন্ম গড়ার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত প্রিয়ভাজন সংগঠক বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি । ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস এবং ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্ট্যাডিজ এই তিন অনুষদের অধীনে বিভিন্ন শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য চাই মূল্যবোধসম্পন্ন ক্যারিয়ারবান্ধব কর্মমুখী বিষয়, উচ্চশিক্ষাবান্ধব নিজস্ব ক্যাম্পাস, যুগপৎ পাঠদান পদ্ধতি, দক্ষ শিক্ষক এবং একটি নিষ্ঠাবান বোর্ড অব ট্রাস্টি তথা ব্যবস্থাপনা। যাদের উদ্দেশ্য সীমিত ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি উল্লেখিত বিষয়গুলো নিশ্চিত করার মধ্য দিয়েই আজ একশত আট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে।