ইসলামিক স্টাডিজ বিভাগ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ফিল্ডওয়ার্ক গত ২০ ডিসেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার ‘লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল’ এ অনুষ্ঠিত হয়। বি.এ (অনার্স) ৮ম, ৯ম ও ১১তম সেমিস্টার ও এম.এ ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা উক্ত ফিল্ডওয়ার্কে অংশগ্রহণ করেন। বি.এ (অনার্স) এর রিসার্চ ইন ইসলামিক স্টাডিজ এবং এম. এ ফাইনাল সেমিস্টারের রোলস অব রিসার্চ ম্যাথোডোলজি কোর্সের উক্ত ফিল্ডওয়ার্কে সংশ্লিষ্ট কোর্স টিচারগণ, বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।