ইন্টেরিয়র আর্কিটেক্টদের ইফতার মাহফিল: গত ১ জুন উত্তরার রয়াল কুজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টেরিয়র আর্কিটেক্টস সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিল। উল্লেখ্য – উপস্থিত ছিলেন ১২০ জন পেশাজীবী ইন্টেরিয়র আর্কিটেক্ট, যাদের সবাই শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইন্টেরিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টের গ্যাজুয়েট এবং প্রত্যেকেই বর্তমানে স্ব স্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সবাইকে উৎসাহিত করতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের সন্মানিত ভাইস চেয়ারম্যান ডাঃ আহসানুল কবীর, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইন্টেরিয়র আর্কিটেক্টস সোসাইটি অব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র ইন্টেরিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও ইন্টেরিয়র আর্কিটেক্টস সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা অা.ফ.ম. মহিউদ্দিন আকন্দ। অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবী ইন্টেরিয়র আর্কিটেক্টদের মাঝে আরো বক্তব্য রাখেন এই সোসাইটির প্রেসিডেন্ট – ইন্টেরিয়র আর্কিটেক্ট মিরাজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (লিগাল অ্যাফেয়ারস এন্ড ডেভেলপমেন্ট) – ইন্টেরিয়র আর্কিটেক্ট মো: আরিফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন এন্ড পাবলিকেশন) – ইন্টেরিয়র আর্কিটেক্ট আবিদ আবান অভীক, সেক্রেটারি – ইন্টেরিয়র আর্কিটেক্ট পাহলোয়ান মাহবুব হায়দার সহ অন্যান্য ইন্টেরিয়র আর্কিটেক্টগণ।