শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৩১তম ব্যাচের (২য় সেমিস্টার) শিক্ষার্থীদের কাজ নিয়ে ৬ই মে থেকে ৮ই মে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘Fundamental Steps of Interior Architecture’ শিরোনামে প্রদর্শনীটির উদ্বোধন করেন ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের প্রধান এএফএম মহিউদ্দিন আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী আইএআর ফারহানা চৌধুরী, মডিউল শিক্ষক আবিদ আবান অভীকসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সমন্বয়কারীরা। এতে তিনটি মডিউল প্রদর্শিত হয়, মডিউলগুলো হলো ART-1204, CAD-1204, IAR-1202।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, জয়েন্ট প্রক্টর ও অন্যান্যরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ছাত্রছাত্রীদের সৃজনশীল কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন স্থপতি ইফতেখার রহমান (সহযোগী অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আবদুল্লাহ মোঃ তাহের (সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ) এবং প্রফেসর ড. নাজমুল হক (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)। বক্তাগণ বলেন- এ ধরণের কাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক দূর এগিয়ে নেবে।