‘স্মার্ট টিচিং ম্যানেজমেন্ট ইন ফোর আই আর (ইন্ডাসট্রিয়াল রেভ্যুলেশন) শীর্ষক সেমিনার

ইন্ডাসট্রিয়াল রেভ্যুলেশনের প্রেক্ষাপটে যুগোপযোগি শিক্ষকতায় নতুন প্রজন্মকে সর্বোন্নত শিক্ষাদানের ব্রতী নিয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর বিবিএ ডিপার্টমেন্ট ১৯ আগস্ট ২০২৩ আয়োজন করে ‘স্মার্ট টিচিং ম্যানেজমেন্ট ইন ফোর আই আর (ইন্ডাসট্রিয়াল রেভ্যুলেশন) শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হালিম শেখের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের কী স্পিকার ছিলেন- অত্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ড. রিদওয়ানুল হক। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

News & Events